কবিতা রস বিতান (ক,র,বি,)
অনুতাপী
-- ভূপেন্দ্র দাস।
কথার মালা বিনেসুতায় গাঁথি;
বিযুক্ত মন বাগানের ফুল তুলি'।
খুঁজি, হারানো সেই দিনের কথা,
জীবনের সুখ-দুখের স্মৃতিগুলি।
দেখি, আকাশেরই মেঘের মতো,
আমার মনের মাঝে ভেসে চলে!
তাই রাতে একা বিছানাতে,
বালিশ ভিজে চোখের জলে।
সুখের জন্য যখন চলে গেলে,
আমার জীবন শূন্য করে!
তখন অসহ্য কষ্টের কারণে,
লজ্জায়, নিজে বন্দি হই ঘরে।
একাকী, অবশ মন, আত্মহারা,
কষ্টে মলিন, অযত্ন গতি।
রাত জেগে অনুতাপ করি,
তেল ফুরালে নিভে যায় বাতি।
ঘুম নাই, চোখে জল ঝরে,
তাই, জেগে থাকি রাতে।
মনের কথা একাই বলি,
শোনার জন্য কেহ নাই সাথে।
প্রেমের মাধুর্য-রস মনের কথা,
দুজনে বিনিময় হয় গোপনে।
মুখের কথা খুব কম চলে,
লেনাদেনা হয়, চোখের গুণে।
স্মৃতি চিরকাল থাকে অমলিন,
উড়ন্ত মেঘ ভেসে চলে মনে।
সুখের জলে স্নান করার জন্য,
ইচ্ছা করে যেতে, গভীর বনে।
----------<+>----------
0 comments:
Post a Comment