Sunday, 27 August 2017

বীণাপাণি বন্ধনা

কবিতা রস বিতান (ক,র,বি,)

বীণাপাণি বন্ধনা
-- ভূপেন্দ্র দাস।
শুভকর্মের পূর্বে বন্ধনা করি,
দেবী বীণাপাণি।
দেবীর পূজার মন্ত্র কিছুই,
আমি নাহি জানি।
কিন্তু আমি অনুরাগী, তাই
ভরসা অন্তরে;
নিজ পুত্র জ্ঞানে যদি,
কৃপা করো আমারে।
কৃপাসিন্ধু জল বিন্দু,
ফুরাবে না, তোমার।
জগতে, জীবন সার্থক, 
হবে জানি আমার।
কিন্তু যদি রাখো দূর,
ধূলির মাঝে ফেলে,
তবে বুঝব ভাব আমারে, 
তোমার সতীনের ছেলে!
----------<+>----------

0 comments:

Post a Comment