নন্দিতা
---ভুপেন্দ্র দাস ।
লাকি, মোরে লিখতে বলে,
প্রকৃতি রূপ, তালিকা।
লিখি যথা-- কাব্যিকতা,
দিব্য কথার মালিকা।
হয়নি বাগে ফুল তোলাও,
ফুল সুবাসে পুরাতে আশ।
ঘরে বসি অভিলাষী,
সুখ লাভের ভ্রান্ত বিলাস।
খুব সাহসে পরবাসে;
মরুর পথে ভীরুর হাঁটা।
ফুল চয়নে গমন বনে,
বিঁধবে ভুলি ফুলের কাঁটা;
প্রস্তাবনে জান্তে প্রয়াস,
চারণ কর কোন্ খানে?
কোথা থেকে দেখছ তুমি,
উড়ন্ত বক, বাঁশ-বনে?
সারস পাখি রসিক বটে;
যুগল আঁখির অন্দরে,
বাসা বাঁধে মনের সাধে;
হৃদয় খাঁচার বন্দরে।
মাছে বাঁচে, এই পাখিটি;
পোশাক, চলন, সাধু ভাব।
ঝিলের জলে, তপের কালে,
খপ-করে, মাছ করে লাভ।
এমন পাখির রূপে যা'দের,
মুগ্ধ আঁখি, কবির মত।
দৃষ্টি তা'দের, সৃষ্টি রসের,
মিষ্টি সুধায় হয় আপ্লুত।
হায়রে সারস; কতযে রস,
সাধুর রীতি জীবন মাঝে;
লাকি, দেখি' পুলকিত;
অরুণিমার রাগ সাজে।
----------<+>----------
প্রকৃতি রূপ, তালিকা।
লিখি যথা-- কাব্যিকতা,
দিব্য কথার মালিকা।
হয়নি বাগে ফুল তোলাও,
ফুল সুবাসে পুরাতে আশ।
ঘরে বসি অভিলাষী,
সুখ লাভের ভ্রান্ত বিলাস।
খুব সাহসে পরবাসে;
মরুর পথে ভীরুর হাঁটা।
ফুল চয়নে গমন বনে,
বিঁধবে ভুলি ফুলের কাঁটা;
প্রস্তাবনে জান্তে প্রয়াস,
চারণ কর কোন্ খানে?
কোথা থেকে দেখছ তুমি,
উড়ন্ত বক, বাঁশ-বনে?
সারস পাখি রসিক বটে;
যুগল আঁখির অন্দরে,
বাসা বাঁধে মনের সাধে;
হৃদয় খাঁচার বন্দরে।
মাছে বাঁচে, এই পাখিটি;
পোশাক, চলন, সাধু ভাব।
ঝিলের জলে, তপের কালে,
খপ-করে, মাছ করে লাভ।
এমন পাখির রূপে যা'দের,
মুগ্ধ আঁখি, কবির মত।
দৃষ্টি তা'দের, সৃষ্টি রসের,
মিষ্টি সুধায় হয় আপ্লুত।
হায়রে সারস; কতযে রস,
সাধুর রীতি জীবন মাঝে;
লাকি, দেখি' পুলকিত;
অরুণিমার রাগ সাজে।
----------<+>----------
0 comments:
Post a Comment