Wednesday, 21 December 2016

ধর্ম প্রাণ

কবিতা রস বিতান (ক,র,বি,)
ধর্ম প্রাণ
--- ভূপেন্দ্র দাস।

দেখে সবে, প্রীতি ভাবে;
মানেন যিনি "রব"।
এই জগতে, চলার পথে,
হয়না পরাভব।
ইচ্ছে গুলি প্রশমনে,
থাকে তুষ্ট ভাব।
খোদায় ভীতি, থাকলে মনে;
ভক্তি ভজন লাভ।
একা চলে, সে কেমনে?
তার সাথে রয় সব।
------------০০০------------


0 comments:

Post a Comment