Wednesday, 21 December 2016

খোকার সকাল

কবিতা রস বিতান (ক,র,বি,)
খোকার সকাল
--- ভূপেন্দ্র দাস।

শরতের রীত,
মৃদু বোধি, শীত;
নিশি হলে সারা।
পূবের গগণে,
ভানু উদয়ণে;
নিবে যবে তারা।
শাখে, পাখি সব,
করে কলরব;
ভাব, তরু ছাড়া।
বিহগ কূজন--
অলি-কুল গান,
রবে জাগে পাড়া।
আলসের ঝোঁকে,
ঘুমে থাকে সুখে,
হেন কালে যা'রা;
গুণীদের বাণী,
হলেও জোয়ানী
ধরে তা'রে জরা।
কথা শুনে খোকা,
রুটিনে যা' লেখা;
শুরু করে পড়া।
ঘুম থেকে জেগে,
ফুল তোলা আগে;
প্রাতঃকাজ ধারা।
ফুল তোলা' পর;
লেখা আছে আর',
দাঁত-ব্রাশ করা।
এর পরে লেখা,
শ্রেণী-পাঠ শেখা;
পঠনের দ্বারা।
অতি প্রয়োজন,
পাঠে দেওয়া মন;
হৃদয়ের তাড়া।
তাই বাছা ধন--
আসীনে এখন,
শুরু করে পড়া।
-------০০০-------

0 comments:

Post a Comment