Saturday, 17 December 2016

রাবণের প্রতি সমুদ্র

রাবণের প্রতি
সমুদ্র
                         --- ভূপেন্দ্র দাস।


বাড়বাগ্নি প্রজ্বলিত,
তরঙ্গ শিখরে!
ধেয়ে আসে, অতি রোষে;
লঙ্কা অভিমুখে!
ভর্ৎসিতে রাবণে।
গম্ভীর তরঙ্গ রব,
বুঝি অনুভবে; যথা---
রে-- দুর্মতি!
পরিহাস কর তুমি, মোরে।
কী সুখে পরেছি মালা?
কী গুণে কিনিল? মোরে,
রঘু-কুল-মণি; সীতা-পতি।
শোন; রে-- পাপিষ্ঠ!
যে হেতু পরেছি আমি,
শিলা-সেতু হার!
সে' সকল কথা;
তুমি বুঝিবে না।
তার হেতু,
এবে তুমি, অহং-বলে অন্ধ!
নচেত, চিন্তিতে তুমি,
কার্য পরিণাম!
কভু না হরিতে সীতা।
মুনি-বেশ ছলে।
সাধে, পাশিয়াছ তুমি,
লালসার ফাঁদে!
মোহ, করিয়াছে তোরে অন্ধ!
হারিয়েছ ভাল-মন্দ,
বিবেচনা বোধ।
তাই, তুমি,
পরিহাস করিলে আমারে!
কিন্তু, তব বাক্য বাণে,
নহি বিচলিত। হেতু,
পর-দোষ অন্বেষণ করা
সদা, মাৎসর্যে বিধিত।
হায়রে--, ত্রিকুটে 'স্থিত,
লঙ্কা-নামী অলকার পতি!
চিনিলেনা জনার্দন।
রঘু-কুল-মণি; রাম নামী।
সুখে, বনবাস যাপে।
সীতা রূপী, রমা সহ-গামী।
আরো আছে তাঁর সাথে;
সৌমিত্রি লক্ষণ!
ক্রোধে যা'র, বহ্নি প্রজ্বলিত!
মূর্খ তুমি, দশানন;
দর্প কর বৃথা।
বুঝিবে রামের গুণ;
প্রত্যক্ষে, নিশ্চিত।
সীতা রূপী রমা হরা,
দুষ্কর্মের ফলে!
রে-- নির্বোধ!
বুঝিবে কেমনে তুমি,
সৌর্য গুণ তাঁর।
যে রাতুল চরণে বাস,
সদা করে অভিলাষ;
বায়ু-পুত্র হনু, বলীয়ান্।
যে তোমার
লঙ্কাপুরে সৃজিল তাণ্ডব!
পরাক্রম তাঁরি,
পরিমাপ করিতে,
ব্যর্থ হলে তুমি!
বুঝিবে রামের গুণ, ত্বরা
হবে শুভ লাভ,
তোর ভালে; অরিন্দম বলে।
শোন, রে-- নারকী!
তখন বুঝিবে; যবে হবে,
তোর কুল-নাশ! রণে;
জানকী-বল্লভ সনে,
সমরের স্থলে।
------------০০০------------


0 comments:

Post a Comment