কবিতা রস বিতান (ক,র,বি,)
আত্ম সুখের বলিদান
--- ভূপেন্দ্র দাস।
রচনের বাচনিক গোবিন্দে প্রচিত।
মানবের মনোভাব কী হওয়া উচিত।
মরণের পরে যদি, চাও বাঁচিবারে;
সকলের তরে দান করিও নিজেরে।
পরের দুঃখকে যে আপনার কয়;
হেন জন, জনমন করে সদা জয়।
পুরাকালে সংঘটিত, গ্রন্থে পাই, যথা;
পঞ্চ-পতি বরে সতী, পাঞ্চালীর কথা।
যত্ন সহকারে পার্থ লক্ষ্য ভেদ করে,
পাঞ্চালী সহিত যায় মায়ের গোচরে।
অলভ্য লাভ হেতু আনন্দে আকুল;
মায়ের সকাশে কথা কহিল নকুল।
ভাগ্যে আজি দান লাভে, পার্থ বীর ধন্য!
অবশ্য ভবিষ্য দিন, ক্রান্তি কাল গণ্য।
হেন কথা শোনে বলে পূজারিণী মাতা;
"বাঁচারে, আচার ব্যর্থ শিখায়েছি; যথা,
শ্রমের অর্জিত ফল দান প্রপ্তি লাভে,
পঞ্চ-জনে, সেই ধনে সমানে ভুঞ্জিবে।
আজি প্রাপ্ত হলে যাহা দান লাভ ফলে;
ভোগ কর পাঁচ ভাই সমানে সকলে"।
মাতৃ আজ্ঞা হেন কথা, কেমনে পালিবে!
অধর্ম নিশ্চিত, তা'তে লোক-নিন্দা হবে।
করণীয় ধার্য হেতু ভ্রাতা গণ ভাবে;
পার্থের পরিণয়, চার বনে যাবে।
করণ সিদ্ধান্ত শোনে, দ্রুপদ দুহিতা;
পাণ্ডব সকাশে বলে লোক-হীত কথা।
"একে সংসারী হবে, চারে গেলে বন।
হস্তিনার রাজ-ভার, পাবে দুর্যোধন।
হেন মন্দ-মতি জন রাজ-বল লাভে,
সুশাসন জনতার কভু কি সম্ভবে?
ভিন্ন দিক ভাবি' দেখ নিজেদের হীত।
চার ভাই শোকে, এক র'বে কী জীবিত?
হেথা মোর নিজ মত প্রকাশিতে চাই;
মাতার আদেশ পালন করিব সবাই।"
হেন কালে উপনীত ব্যাস দেব মুনি।
"সাধু-বাদ দিতে সাধ, শোন যাজ্ঞসেনী,
তোমার ভাবনা ভাল, কথা লোক-হীত;
হেন বিধি আপদ্ধর্ম, আর্তে আচরিত।
যদাপি অধর্ম ইহা সবে আচরিতে;
তথাপিও ধর্ম তাহা আপদে তরিতে।"
ব্যাসের বর্ণিত এই বিধি-বাক্য সারে;
পাঞ্চালী সহিতে পাণ্ডব পরিণয় করে।
পঞ্চ-জন সমর্পিত পাঞ্চালীর প্রতি।
এক বর্ষ স্থিতি কাল, নির্ণিবে যা' সতী।
সর্বদা পালিবে বিধি, তা'ই পঞ্চ বরে;
সদা সমর্পিত সবে, পাঞ্চালীর তরে।
পঞ্চ-পতি মাঝে, সতী বাঞ্ছা করে যারে,
সেই জন যাবে শুধু পাঞ্চালীর ঘরে।
এক বর্ষ স্থিতি কাল, একে ভোগ সীমা।
অন্যরা তোষিবে সদা মানবী প্রতিমা।
হেন বিধি যদি কেহ করিবে লঙ্ঘন;
প্রতিজ্ঞায় দণ্ড ধার্য, যেতে হবে বন!
হেন-রূপ ধার্য করা বিধি অনুসারে,
গোবিন্দ স্বীকৃতি দান করিল, কৃষ্ণারে।
হরিষ অন্তরে বলে, "শোন মোর সখি,
লোক-সুখে, নিজ সুখ, বলি দানে সুখী।
তব প্রতি আমি অতি হয়েছি প্রসন্ন।
কদাপি স্মরিলে মোরে, বোধিয়া বিপন্ন।
সঙ্কট ঘুচাইব, যা' হবে তোমার।
সখি তুমি জেনে রাখ প্রতিজ্ঞা আমার।"
---------------------<+>------
0 comments:
Post a Comment