কবিতা রস বিতান (ক,র,বি,)
বিষের বাঁশি
--- ভূপেন্দ্র দাস।
ধন্য মানি, তুমি গুণী;
গাইলে কত প্রেমের গীতি।
বিষের বাঁশির শানে মনে,
প্রেম জাগরণ দেশের প্রতি।
অধর কূলে বিষের বাঁশি,
চেতন করে, ললিত সুরে!
শোনার তরে আকুল হিয়া,
পরাণ পাখি কেমন করে!
বিদ্রোহী ভাব, প্রেম পূজারী;
প্রণয় করে বাঁশির সুরে!
শানে মনে বলে কেবল;
মোদের ছাড় কেমন করে?
গোলকবাসী, দিবা-নিশি,
তোমার আসন, মনের ঘরে।
সুখে বসি বিষের বাঁশি,
বাজাও আজি হৃদয় পুরে।
---------------<+>---------------
0 comments:
Post a Comment