কবিতা রস বিতান (ক,র,বি,)
প্রেম রীতি
--- ভূপেন্দ্র দাস।
স্বার্থ বিহীন অলকা' ধন,
প্রেমের করি স্তুতি।
প্রেম করেনা পাওয়ার আশা;
প্রিয়জনের প্রতি।
বিলায় কেবল ভালোবাসা।
দেওয়াই প্রেমের রীতি।
চায়না কিছুই কদাপিও,
বিলায় কেবল প্রীতি!
সে' গুণ বলে, কাল কবলে,
রয় প্রেমিকের স্মৃতি।
প্রেম কাহিনীর চিরন্তনী,
মধুর অনুভূতি।
----------<+>----------
0 comments:
Post a Comment