Friday, 13 January 2017

সুরেশ কবি (স্মরণে)

কবিতা রস বিতান (ক,র,বি,)

সুরেশ কবি
(স্মরণে)
--- ভূপেন্দ্র দাস।

সুরেশ বাবু সভা কবি;
মুখই অস্ত্র, কলম নয়!
সভায় যেয়ে, গানে গেয়ে,
যত শাস্ত্র কথা কয়।
সে'সব, যদি লিখে যেত,
নবীন, কবির সুর পেত।
সৃষ্টি তাহার, কৃষ্টি রূপে,
জন-মনে, আসন নিত।
ভাব পিয়াসী শ্রোতা গণে,
বাঞ্ছা করে, সুরেশ গীতি।
মাধুর্য রস, কবিত্ব ময়,
সুরেশ কবির গানের রীতি।
রইল-না তা', কইল যাহা,
সুরেশ কবি, সভার মাঝে।
গাইছে গীতি, শুদ্ধ মতি,
বৃদ্ধ ভাবে, গায়ক সাজে;
হয়না সুরেশ কবির গীতি,
শূন্যতা বোধ হিয়ার মাঝে।
----------<+>----------

0 comments:

Post a Comment