Sunday, 22 January 2017

প্রীতির স্বপন

কবিতা রস বিতান (ক,র,বি,)
প্রীতির স্বপন
--- ভূপেন্দ্র দাস।

ঋষভবতী কূলের কথা,
মুগ্ধ মনে ভাবি!
রমণীয় রূপ মাধুরী,
দর্শে যদি কবি;
শ্মশান ছেড়ে, কাশে হেরে,
পিনাক পাণির ছবি।
দূর্বা, তৃণের মাদুর পাতা,
মকমলেরই মতো।
হেথায় সেথায় কলকা করা,
বলব সে' আর কত!
প্রীতিলতার লীলা ভূমি',
বলব কি, সে' কথা!
প্রাতঃকালে সেথায় গেলে;
শিশিরধারী তৃণের পাতা;
যতন করে, সকলেরে;
ধোয়ায় চরণ। যথা--,
নিবাসখানি তারই কাছে,
পল্লী বটে, পটের মতো।
মাঠ চিরে পা'র পথটি গেছে,
শিরে কাটা সিঁথির মতো।
সেথায় চরে চোখে পড়ে,
প্রীতির কুটিরখানি;
চারখানি চাল, বাঁশের বেড়া,
বেনা-বনের ছানি।
কুটিরখানি বন-দেবীর,
মনোহারী পুরী;
বাঁশের মাচায় মাদুর পাতা,
শয্যা শোভা, ভারি!
দিনের শেষে ক্লান্তি নাশে,
শয়ন করে তা'তে;
ঘুমের ঘোরে লীলা করে,
স্বপন চোখের পাতে।
দিনের খেলায় মিটেনি সাধ,
মিটায় রাতের বেলা!
মন-খুশিতে, মালা গাঁথে,
প্রসূন চয়ন খেলা।
ভুঁইচাপা, জুঁই চয়ন করে;
সেই বনফুল হেলা!
বৃথা গেল, ফুলের চয়ন;
হয়নি, সে' ফুল তোলা!
যে ফুল দোলে, মাধব গলে,
দোলায় পুলক দোলা।
ঘুমের ঘোরে, স্বপন জুড়ে,
হচ্ছে, সে' ফুল তোলা।
----------<+>----------

0 comments:

Post a Comment