Monday, 9 January 2017

মায়ের স্মৃতি

কবিতা রস বিতান (ক,র,বি,)

মায়ের স্মৃতি
--- ভূপেন্দ্র দাস।

মা যদি মোর আকাশ হতো!
আমি হতাম চাঁপার গাছ!
মায়ের সনে, নিরজনে,
হতো কথার নাচ।
দিনের বেলা রৌদ্র দিত,
রাতে চাঁদের আলো;
পাইনি বলে কইনি আমি,
মা আমার খুব ভালো।
গরল ভাষায় করত শাসন,
সরল আঁখির বানে;
ব্যথার ওষুধ, প্রলেপ দিত,
মোরে সোহাগ দানে।
সেই মাকে যে হারিয়েছি;
জীবন-সকাল বেলা;
মরণ কূলে স্মরণ নিল,
করছি যখন খেলা।
মনে পড়ে মুখটি মায়ের;
আলো-ছায়ার ছন্দ,
স্মৃতির পাতা ঘাটি;
যথা,-- লাঠি হারা অন্ধ!
মন্দ-গতি ললাট লিখন;
পাই যাতনা স্বভাব দোষে!
দুধ খেয়েছি মায়ের কোলে;
ভুলে গেছি কালের বশে।
যখন মায়ের কোল ছেড়ে,
এই ধূলির কূলে খেলি।
বলত, "বাঁদর"! করত আদর;
সোহাগ সাথে গালি।
করত প্রহার, অন্তরে তার,
ঝাড়ছে গায়ের ধূলি।
এই ছিল, মোর মায়ের আদর;
শাসন, কড়া মিষ্টি।
মায়ের ছবি কল্পে ভাবি,
ঝাপসা মনের দৃষ্টি।
মায়ের শাসন সোহাগ বিনে
জগৎ মাঝে যতই পেলেম;
ভরেনি মোর শূন্য পরাণ!
লোক সমাজে তবু' নিলেম।
ঘোলে দুধের স্বাদ মিটাতে;
মেয়েতে মার রূপ দেখেছি।
মায়ের সোহাগ, মেয়ের নিকট,
হয়তো পাব, আশায় আছি।
শূন্যতা মোর রইবে তবু';
হই যদিও কুবের ধনী!
ছেলের স্বভাব, রইবে অভাব,
সোহাগ সুধায় চির ঋণী
শাসন, সোহাগ, আশিসে মার;
জীবন আমার ধন্য মানি।
---------------<+>---------------


0 comments:

Post a Comment