Wednesday, 11 January 2017

প্রেম গীতি

কবিতা রস বিতান (ক,র,বি,)
প্রেম গীতি
--- ভূপেন্দ্র দাস

চিত্তে যারে পেয়েছিলেম;
নাইবা পেলেম দেহে।
দূরে বসত হয়কি তাহার,
বসত হৃদয় গেহে।
পরিমলে মলয় সমীর,
কাল বসন্তে বহে।
কোকিল ডাকে, তরু-শাখে;
দয়িত কথা কহে।
সুখের কথা, স্মরি যথা--
হিয়া যদি' দহে।
দয়িত সুখে, পাথর বুকে;
দুখের জ্বালা সহে।
ধন্য মানি, প্রেম ব্যাখ্যানী,
প্রেম কাহিনী কহে।
উজার করে, সকল দানে,
সুখ ভোগে; দুখ নহে।
রাধা হৃদয়, বাঁধা সদা,
কৃষ্ণ প্রেম সুখে।
সেই কারণে, জগ'-জনে,
প্রেম গীতি গায় ঝোঁকে।
-------------<+>-------------


0 comments:

Post a Comment