কবিতা রস বিতান (ক,র,বি,)
বঞ্চনার ফল
--- ভূপেন্দ্র দাস।
মা কথাটি ছোট্ট অতি
কিন্তু সবাই জানি,
সোহাগ সুধাসিন্ধু যেন,
মায়ের হৃদয় খানি।
সেই সোহাগে বঞ্চিত, যে--
হত-ভাগ্য ছেলে!
কোল হারিয়ে, হাঁড়ির যোগে,
ভাসে নদীর জলে।
ভাগ্যটি তা'র মন্দ!
কত, নিঠুর নিয়তি!
জলে ভাসে; কাঁদে, হাসে;
কেউ নহে তা'র সাথী।
মরা, বাঁচা বিধির হাতে,
জীবন ধারণ রীতি।
নদীর সোঁতে, ভেসে যেতে।
ভিড়ে তীরে; হাঁড়ি-যানী যতি।
ডাগর হলো অন্ধকারে,
মায়ের স্নেহ বিনে!
সোহাগ সিনান জোটেনি,
তা'র; দুঃখ, সুখের দিনে।
এমন ছেলে, কেমন করে,
কোমল স্বভাব হয়?
রুক্ষ স্বরে ব্যক্ত করে,
শৌর্য পরিচয়।
বিক্রমে, তা'র সমান হবে,
ভারত ভূমি তলে;
তা'রই অনুজ, সুখী সদা,
তা'রই মায়ের কোলে।
যদিও তা'রে চিনে মাতা,
নিজের খোকা বলে;
কয়নি তা'রে, আয়রে খোকা;
ওরে, আমার ছেলে।
পায়নি আদর; সোহাগ-সুধা;
অন্তরে তাই, ক্ষুধার আগুন জ্বলে।
সোহাগ-সুধা, স্নেহ-ময়ী,
মায়ের অবহেলে।
কী আর বলা, বৈর চলা;
অনুজ বনাম চলে।
-------------<+>-------------
0 comments:
Post a Comment