Wednesday, 11 January 2017

বিরহ বেদনা

কবিতা রস বিতান (ক,র,বি,)
বিরহ বেদনা
--- ভূপেন্দ্র দাস।

কোনও পাখি, উড়ে নভে,
খুঁজিয়া বেড়ায় ভবে,
জীবনের সাথী।
কিন্তু তার সঙ্গিনী,
ভবে, বসে; একাকিনী,
হিয়া কোণে ভীতি!
কাঁদিছে সাথীর তরে;
বেদনার ব্যথা বাড়ে;
শোনে যবে, পূরবীর স্তুতি।
আমাকে ছাড়িয়া বঁধু,
যামিনী যাপিতে শুধু;
যাচে তরু বীথি!
কিন্তু, এই নীড় হারা,
ম্রিয়মান, সাথী ছাড়া;
শোকে যাপে, নিরাশার তিথি।
হয়তো, না-হবে দেখা,
সঙ্গীহীন ভবে থাকা;
ভাবে, বুঝি, ইহাই নিয়তি!
যদ্যপি দূরেতে বাস,
তথাপি অন্তরে আশ;
সুখে র'বে সাথী।
অতীতের প্রীতি অনুরাগে,
অন্তরে নিয়ত জাগে;
মিলনের, মধু-ময় স্মৃতি।
গহন কানন মাঝে,
আপন মনের সাজে,
ফোটে ফুল; রীতি।
অলি-কুল, ফুল-কুলে,
মধুর গুঞ্জন তোলে;
বিলকুল, করিতে আরতি।
একদা, সে, ঝরে যায়,
বিরহী অন্তরে তায়
প্রকাশিত, বেদনার ভাতি।
----------<+>----------

0 comments:

Post a Comment