Wednesday, 11 January 2017

১৪০০ সাল

কবিতা রস বিতান (ক,র,বি,)
১৪০০ সাল
--- ভূপেন্দ্র দাস।

ভাবনায়, ছিলে যবে,
আলোকে-আঁধারে; তবে,
বাঙলার কবি-গুরু রবী',
আজি হতে শত বর্ষ আগে।
গাহিলে যে গান, তুমি;
গগন, সাগর, ভূমি,
লীলায়িত প্রকৃতির,
প্রীতি অনুরাগে!
তাহারে করিয়া পুঁজি,
বসন্ত জাগ্রত আজি,
তব গান প্রতিপাদ হেতু;
প্রকৃতির মনে সাধ জাগে।
আজি এ' বসন্ত গীতি,
গাহি' তব সুখ্যাতি,
সমীরণ অনুখন
প্রবাহিত ফুল্লানুরাগে।
----------<+>----------

0 comments:

Post a Comment