Friday, 13 January 2017

সংযমী

কবিতা রস বিতান (ক,র,বি,)
সংযমী
--- ভূপেন্দ্র দাস।

প্রিয় জনে, পাওয়ার আশা,
পোষণ করে মন।
নিজের তরে, যতন করে;
মধুর প্রেম ধন।
বুঝে না সে, সোজা কথা;
দুঃখ, সুখের সার।
সন্তুষ্টিতে হৃষ্ট হৃদয়;
দুঃখ নাহি তাঁর।
চাওয়া, পাওয়া হয় না যখন,
দুঃখ তখন হয়।
পাওয়া পরে হারিয়ে গেলে,
দুঃখ টি কম নয়।
প্রিয়ার লাগি, প্রেমিক ত্যাগী;
বিয়োগ ব্যথা সয়।
দুখের কোলে, সুখের ছলে;
প্রেম জীবিত রয়।
প্রেমিক হৃদয় কল্পনাতে,
প্রেমের কথা কয়।
দুখ নিয়া; সুখ দান করে সে,
দুঃখ করে জয়।
হেন মনে, শুদ্ধ জ্ঞানে,
প্রেম করিতে হয়।
----------<+>----------


0 comments:

Post a Comment