Saturday, 17 December 2016

পুতুল বিয়ে

পুতুল বিয়ে
--- ভূপেন্দ্র দাস।

কাল, সখী মোর নতুন ঘরে,
পুতুল বিয়ে হবে;
তুমি সখী, সেই বিয়েতে,--
আমার সাথে র'বে।
তুই না-হলে, বলতো সখী,
কী করব আমি?
সোহাগ সাধায় যাই কেমনে?
নতুন নগর ভ্রমি!
যাই কেমনে? ফুল বাগানে,
তোলতে বিয়ের ফুল।
বর আসবে, ঢাক বাজবে,
বিরাট জন-রোল!
এই সকলে অবহেলে;
কাজ কি উঠে হাতে!
কনে আমার পর হয়ে যায়!
দিই বিয়ে কী মতে?
হিয়ার উপর পাথর দিয়ে,
দিতে হবে বিয়ে!
বরের মা'-য়ে, মোর কনেটি,
যায় যদিও নিয়ে!
এমন যদি খেলার বিধি!
খেলতে হবে সবে;
আপন ভুলে পর হতে হয়!
পরকে আপন ভেবে।
---------------০০০---------------




0 comments:

Post a Comment