Tuesday, 13 December 2016

সময়


সময়
                  --- ভূপেন্দ্র দাস।

সময় নদীর জলের মতো,
বয়ে চলে নিরবধি।
জীবন স্থিতি বদল করে,
সময় জলে ভাসাবধি।
ভিন্ন বাঁকে সম্বন্ধকে,
মধুর পাকে ঘোরায় যদি;
দূরে, ধারে স্থিত করে,
কালের বলে নিত্য বিধি।
জীবন চলে সময় জলে।
গন্তব্য তা'র নীলাম্বুধি।
বাস্তবতার বিচার বোধে,
হয় যদি কেউ উপরোধী;
আশা কি আর বাসা বাঁধে;
হারাতে মান করে যদি!
অনুতাপ, বাপরে বাপ!
জ্বলে চলে বহ্নিশিখা।
সময় জলে বয়ে চলে,
সম্ভবেনা চুপ থাকা।
অভিলাষে জলে ভেসে,
আকুতি কূল হারে যদি।
মেনে নেওয়া সমীচীন,
কী লাভ? তা'তে বাদ সাধি!
--------------<+>--------------


0 comments:

Post a Comment