Wednesday, 21 December 2016

সমাজ সেবায় পদক্ষেপ

কবিতা রস বিতান (ক,র,বি,)
সমাজ সেবায়
পদক্ষেপ
--- ভূপেন্দ্র দাস।

আদাব, সালাম, নমস্কার,
মোর বক্তব্য করিবার,
কাম্য সবার সম্প্রীতি।
মাননীয় সুশীল মতি,
সমাজের তিনটি ক্ষতি;
প্রকাশিতে মোর আকুতি।
★ শিশুর বিয়ে;
★ শিশুর শ্রম;
★ শিশুর শরীর, 
মনের ভীতি!
তিনের প্রতি, সহানুভূতি,
জন মনে হোক স্থিতি।
শিশুর বিয়ে দিতে গিয়ে,
মা-বাবা, যে দায় সারে!
তা'তে ক্ষতি সমাজ প্রতি;
চাপছে সদাই; দায় ভারে!
স্বাস্থ্য নিয়ে কী বলিব?
সবই হবে বাহুল্য;
দেহের প্রতি অত্যাচারী,
নাহি জানে দেহের মূল্য।
শক্তি খাটায় যুক্তি ছাড়া;
রোগ দানে তাই অকাল জরা।
প্রশাসনের নিকট তা'রা,
কী হবে আর দোষী ছাড়া!
আঠারো পার হওয়ার আগে,
কনের বিয়ে দিবে যা'রা;
তা'রা সবে জেলে যাবে,
দণ্ড আছে ধার্য করা।
দণ্ড ভোগে, দোষের যোগে,
জেলের ঘরে বসত করা।

এবার বলি শ্রমের কথা;
শিশু শ্রমের পরিণাম,
লেখা-পড়া ছেড়ে দিয়ে,
কাজে ফেলে মাথার ঘাম!
কাজের মাঝে বড় হয়ে,
সাজে অকাজ কর্মী!
সমাজের বোঝা স্বরূপ,
এ'সব জীবন ধর্মী!
শিশুর শরীর-মনের কথা,
যতই বলি হবে কম;
ভয় ধরানো সার্থ-বাদী,
শিশুর শরীর-মনের জম।
তা'দের কথার তালিকাতে,
হয় মালিকা ফুল ছাড়া;
কাঁটা দিয়ে ঘটা মালা,
শিশুর গলার হার-ছড়া।
পরিত্রাণের অভিপ্রায়ে,
করণীয় কার্য ভাবি।
সি,ফোর,ডি; প্রবল্প নেয়,
সংস্থা-- এফ,আই,বি,ডি,বি।
আট প্রকারের আচরণে,
নাগরিকের দায়িত্ব;
পালনে হয় জনপদে,
স্বস্তি, সুখের স্থায়িত্ব।
★তা'র মাঝে, প্রথম হলো;
জন্ম নেওয়া শিশুর কথা।
নিবন্ধনের দায়িত্বটি,
পালন করুন, শিশুর পিতা।
★ দু'য়ের কোঠায় সাবধানতা,
নিউমোনিয়া রোগ তরে!
এই রোগেতে অনেক শিশু,
অকালেতে যাচ্ছে ঝরে।
★ তিনের কোঠায়,--
দুধ খাওয়াবেন,
ষষ্ঠ মাস অবধি।
বাড়তি খাবার নাহি দিবেন;
সুখ লালসা হয় যদি।
মায়ের বুকে দুধ না এলে;
চিকিৎসকের স্মরণ নিন।
মেনে চলুন এ'সব কথা;
সুখ ভোগে যাবে দিন।

★ চারের কোঠায়,---
হাত ধোয়াতে,
সাবান করুন ব্যবহার।
খাবার খেতে যাওয়ার তরে,
টয়লেট থেকে আসার পর।
স্বাস্থ্য রক্ষা হেতু কিন্তু,
পাণী ধোয়া খুব দরকার।
★ পঞ্চমে হয় যৌবনের গান,
বিকাশ লাভের উচ্ছ্বাসে।
নারীর সাথে মন বিনিময়;
সহবাসের ইচ্ছা-সে।
ভবের হাটে, নারীর ঘাটে,
অগণিত নৌজোয়ান;
ডুবায় তরী ইচ্ছা করি',
সুখ লালসায় দুঃখ পান।
তাদেরকে "এইডস" রোগে ধরে।
ব্যাবিচারির সঙ্গ গুণ।
কাল না হতে অকালে হয়;
জীবন লীলা অবসান।
★ ছয়ের ঘরে, মনে পড়ে,
প্রকৃতির প্রকোপ লীলা!
ঝড়-কারণে সবার মনে,
দুর্যোগ করি মোকাবেলা।
শক্তি সনে যুক্তি লাগে,
আরো লাগে সামর্থ;
গুণ সমূহ যা'র রয়েছে,
তা'র কাছে, ওই খেলা ব্যর্থ।
★ সপ্তমে হয় ইন্জুরি; আর
ছোট খাটো আঘাত, ক্ষত।
স্বাস্থ্য সেবায় প্রয়োজন,
সবার আগে সময় মত।
একটু কেটে কী'বা ঘটে?
অপচয়ের যুক্তি যত!
ডাক্তারে ভয় দেখায়, বটে;
এই হেলা ভাব যা'র মনে।
টেট্যানাস খেলা করে,
নিজ গুণে, রোগীর সনে।
এ'রূপ যখন বিপত্তি হয়,
তখন ওষুধ প্রতিবিষে;
সময় মত প্রয়োগ হলে,
মুক্ত হয় সে, অভিলাষে।

★ আটের কোঠায়, গর্ভবতী;
প্রথম, কিংবা-- দ্বিতীয় বার।
চেকাপ করা প্রয়োজন;
শঙ্কা মুক্তি কারণ, তার।
শঙ্কা নাহি, ডঙ্কা মারে;
টঙ্কা-'ভাবে, অভাজন।
অপুষ্ট প্রসূতী গণের,
ত্রাণের তরে করে পণ।
বিপত্তির পূর্বাভাসে,
দক্ষ-জনের পক্ষ নিবে;
সঙ্কটের সম্ভাবনা,
প্রয়াস কর দূরে যাবে।
এ' সঙ্কটের সমাধানে,
নিয়ে গণ-হিতের দাবী।
সি,ফোর,ডি, প্রকল্প নেয়,
সংস্থা,-- এফ,আই,বি,ডি,বি।
স্বনাম ধন্য, এই সংস্থাটি,
রাজধানীতে মূল কেন্দ্র।
জনগণে সেবা দানে
আকাশে উদিত চন্দ্র।
লিখেছি, তাই পরিচয়ে,
ভূপেন্দ্র দাস, নাম বলি।
পিতা--শ্রী হরি ধন দাস;
সে-নামে, স্বনামে চলি।
বাহাড়া, মোর গ্রামের নাম।
পায়নি বিবর্তনের লেশ!
শাল্লা আমার উপজেলা।
ঘুঙ্গিয়ার গাঁও স্থান বিশেষ
সুনাম-গঞ্জ, আমার জেলা।
পরিচয়ে করছি পেশ।
সিলেটে বিভাগ হয়েছে।
মোর পরিচয়, সবিশেষ।
বাংলাতে কই মনের কথা,
জন্ম ভূমি বাংলাদেশ। 
------------০০০------------

0 comments:

Post a Comment