Tuesday, 20 December 2016

মেঘ দূত

মেঘ দূত 
--- ভূপেন্দ্র দাস।

একদা বরষার গোধূলি লগনে;
সখা সোহাগিনী, কোনও প্রিয়া।
সখা-সুখ, স্মৃতি প্রীতি নীরে,
সিনানের বাঞ্ছা মনে নিয়া।

বিরহিণী; স্মৃতি রোমন্থনে, 
একাকিনী উদ্যানে বসিয়া।
মেঘ রবে, সুখ ভাবে,
হরষিতে উঠিল হাসিয়া।

" সখী, তুমি দুখী; ভূত,
কী কারণ দেখিয়া?
আসিবেন, রাজ পুত;"
মেঘ দূত, কহিল ডাকিয়া।

" মেঘ ডাকিছ নভ কোণে ,
মধু-মাখা বার্তা রবে!
বিজলী হেসে, কও ঝিলিকে, 
সখা মোরে দেখা দিবে।

পোড়া পরাণ জুড়ালো মোর,
তোমার শীতল বার্তা গুণে।
মাধুর্য রস কল্পনাতে,
হেসে নিলেম খুশি মনে!

তোমার কথায় জেনে নিলেম ,
কেমন আছে, বন্ধু আমার।
মন্দ চলে দিন গুলি মোর,
বার্তা বহন কার্য তোমার।

চপল তুমি ছোটে বেড়াও,
আকাশ পথে, বায়ু ভরে;
বন্ধুরে মোর খবর দিও
আশায় থাকি, দেখার তরে।

পর সমাচার তাঁকে বোলো;
এখন চলে শ্রাবণ মাস ,
মন যদি চায় আসে যেন,
ভোগ করিতে, সুখ মধু-রস।

বকুল ফুলে গাঁথি' মালা।
তাঁরে বরণ করণ হেতু।
আজ আসিবে, কাল আসিবে,
আশাতে মোর কাল চলে তো!

সেথায় তুমি সোহাগ সুরে,
মাধুর্য রস সুধা ভাষে;
বার্তা দিও বন্ধুরে মোর, 
ললিত মধুর প্রীতি রসে।

আমি আছি কেমনে বাঁচি,
সে' সব কথা বলবে শেষে।
ব্যথা যেন পায়না বঁধু,
প্রিয় তোমার বলার দোষে।

ধন্য হবে মিলন তোমার,
প্রিয় সখার সঙ্গ গুণে। 
ভাব বিনিময়, ভাষাতে নয়;
একান্তই, আঁখির বাণে,

উষার আলো ফোটবে যখন
তখন নিজে, ক্লান্ত জেনে,
বিরাম নিবে, আরাম হেতু;
শীতল ছায়ের গহন বনে।

স্বার্থ বিনে পরার্থে সুখ,
দানের বিধান, সাধু মানে।
তোমারে মোর বার্তা সঁপা,
মহান, গুণী সাধু জেনে।"
-------------০০০--------------


0 comments:

Post a Comment