দুরাশা
--- ভূপেন্দ্র দাস।
আশা তরী ভাসে যা'র;
দুরাশার নীরে!
অদম্য চলনে, কভু,
নাহি ভিড়ে তীরে।
তীর পানে ধায় তরী;
তীর যায় দূরে!
তবু' ভাবে, তীরে যাবে;
নাহি ফিরে, ঘরে।
ঘর ছেড়ে, দূরে ঘুরে;
ফিরিবে কী করে!
ঘর, তীর, হারা-জন,
দুরাশায় মরে।
দুরাশার নীরে!
অদম্য চলনে, কভু,
নাহি ভিড়ে তীরে।
তীর পানে ধায় তরী;
তীর যায় দূরে!
তবু' ভাবে, তীরে যাবে;
নাহি ফিরে, ঘরে।
ঘর ছেড়ে, দূরে ঘুরে;
ফিরিবে কী করে!
ঘর, তীর, হারা-জন,
দুরাশায় মরে।
------------০০০------------
0 comments:
Post a Comment