Wednesday, 14 December 2016

নিবেদিতা

নিবেদিতা
                   --- ভূপেন্দ্র দাস

প্রিয় তুমি বিদায় নিতে,
বল মোরে কোন চিতে?
চাইছ সাঁঝের বেলা!
খানিক পরে নভোজুড়ে,
শশিকলার চারিধারে;
বসবে তারার মেলা।
থাকি' দীনার বাসর ঘরে,
প্রীতি রসে পরাণ ভরে!
যেও সকাল বেলা।
পথে লোকে, যেতে দেখে;
আগল ঝুঁকে যুগল চোখে!
মুখে সুখের হাসির খেলা।
দাসী ভেবে সঙ্গ দিবে, 
দীনা ভেবে নাহি যাবে;
এখন সাঁঝের বেলা।
---------------^---------------


0 comments:

Post a Comment