কবিতা রস বিতান (ক,র,বি,)
মা বিহনে
--- ভূপেন্দ্র দাস।
কাঁদে নাকি, চাঁদের ছেলে?
শশি-কলার কর কোলে!
আচমকা মা'র বকানিতে;
ঘুম-পাড়ানি চায় পলাতে!
মন খারাপের কথা বটে,
বেদম প্রহার পড়লে পিঠে!
খাট ছেড়ে ধায়, খেলার মাঠে;
মলিন মনে একাই হাঁটে!
কী-রে সখা, কী হলো রে- -?
জিজ্ঞাসি, তাই, নয়ন বারি ঝরে!
ঘুম ধরেনা গভীর রাতে;
পিতা মোদের নেইতো সাথে!
কাটাই নিশি তাই ভাবিতে!
মার খেয়েছি, মায়ের হাতে।
শান্তনা দেই, গিয়ে কাছে;
আরে--বোকা, কী হয়েছে?
যদিও পিতা নেই রে কাছে,
স্নেহ-ময়ী মা'তো আছে।
শাসন, সোহাগ, নীল দরিয়া;
স্নেহ-ময়ী মায়ের হিয়া।
মায়ের শাসন নয়রে মিছে,
বুঝবে, মাতা--মরার পিছে।
অনুধাবণ করবে তুমি,
মা বিহনে দিবা-যামী।
----------------<+>-----------------
0 comments:
Post a Comment