কবিতা রস বিতান (ক,র,বি,)
শারদ পূজা
--- ভূপেন্দ্র দাস।
মন্দ সমীর, গন্ধে মাতায়;
ঝরা প্রসূন রাশি।
সেথায় হেরি, পরাণ ভরি',
শিউলি ঝরার হাসি।
টাটকা নহে, ঝরা, বাসি;
হেরি, বাড়ির অলিন্দে।
সেথা থেকে, হেথা আসে,
মন হরে, সেই গন্ধে।
সনাতনী, শারদ পূজা,
শাস্ত্র-কথার নির্যাসে;
শিউলি 'বাসে, শরৎ শেষে,
প্রতি বছর, মা আসে।
বোধনে, কী অনুধাবন!
আগমনী মা হাসে।
উপোচারে, পূঁজি তাঁরে;
উপবাসে, তিন দিবসে।
দশমিতে, বিদায় দিতে,
বিষম ব্যথা অন্তরে।
রয়না হেথা, যায় কোথা?
যাচি শিব কান্তারে।
উত্তরে পাই, শাস্ত্র তথ্য;
সত্য মানি, বিশ্বাসে।
শৈল সুতা, যাবে যথা,--
শিবের বাড়ি, কৈলাশে।
------------<+>------------
0 comments:
Post a Comment