Monday, 23 January 2017

শাসন, সোহাগে

কবিতা রস বিতান (ক,র,বি,)
শাসন, সোহাগে
--- ভূপেন্দ্র দাস।

ভারি তোমার রূপের বাহার!
মানি ইহা সত্য কথা।
রূপের সাথে রঙ মিশিয়ে,
চিবুতে চাও যুবক মাথা!
যুবক যাবে অধঃপাতে!
তুমি সুখে রইবে, যথা--;
কেমন করে নিরন্তরে;
ভাবছ তুমি এমন কথা!
রূপের জ্বালায় দেহ মিলায়;
যুবক জীবন জ্বলবে যথা!
তা'তে তুমি রেহাই পাবে!
জের জ্বলুনি যায়কি বৃথা?
বক-বকানি অনেক হলো!
শুনে মন ক্ষুণ্ন হ'বি।
অল্প বলি, উল্টো কথা;
শোনার তরে ধৈর্যে র'বি।
রমণী তুই রমার জাতি;
নারায়ণের সঙ্গ নিবি।
দুখী-জনে, সুখ দানে,
শান্ত-মনে আশিস দিবি।
প্রীতি-রসে, অবশেষে,
ভবের সবের পূজা পাবি।
হৃষ্ট চিতে পুষ্ট দিতে,
কালের গতি ভুলে যাবি।
নারী--যে, তুই মায়ের জাতি।
তোর চরণে প্রণাম করি!
অভিশাপ দিসনে মোরে।
তিক্ত-কথার দুঃখ স্মরি!
এত কথার পরে যদি,
না রাখিস মা আমার কথা!
তোর সাথে রয় আড়ি আমার,
তুই খা'বি, তোর মায়ের মাথা।
----------<+>----------

0 comments:

Post a Comment