কবিতা রস বিতান (ক,র,বি,)
প্রিয় চাঁদ
--- ভূপেন্দ্র দাস।
আকাশের চাঁদ,
যদি জাগে সাদ;
ধরাতে আসিও।
বাতায়ন খোলা,
সারা নিশি বেলা;
ঘরে পশিও।
আদরে, আঁচল---
পাতিয়া দিব;
তা'তে বসিও।
ভাবিওনা মনে,
তোষিব কেমনে?
দীনা যদিও।
শোন চিতচোর,
যাহা আছে মোর,
সকলই নিও।
হে চাঁদ আমার,
বল এক-বার;
" পরাণ প্রিয়া,
সুখে থাকিও।"
আরো বল যদি,
নভের নিধি;
" আসিব একদা,
মনে রাখিও।"
---------<+>---------
0 comments:
Post a Comment