Sunday, 22 January 2017

সংস্কার মূলে

কবিতা রস বিতান (ক,র,বি,)
সংস্কার মূলে
--- ভূপেন্দ্র দাস।

শিশু যখন ধূলে খেলে,
মাতা-পিতার স্বপন চোখে;
বড় হয়ে, ফুলের মতো
প্রতিষ্ঠিত, সমাজ বুকে।
সে'দিন যবে সমাগত,
রূঢ় বাস্তব মূর্তিমান;
সুত কাজে লোক-লাজে,
দিল দরিয়ায় ব্যথার বান!
"এমন হলো কেমন করে?"
প্রশ্ন, পরস্পরের কাছে;
পুত্র নিকট করত প্রকট,
যা'তে কেবল লাভ আছে।
সুপথ ছেড়ে কুপথ ধরে,
আত্ম-স্বার্থ সুখের টানে;
ভেসে চলে কুতূহলে,
মন্দ মনে দ্বন্দ্ব বানে।
ছিল যবে কোমল মতি,
কুসংস্কার মুক্ত;
সে'দিন, মাতা-পিতা, হ'লে---
সুশিক্ষা ভাব ভুক্ত।
মাতা-পিতা যদি মনের
আশা বশে রাখত;
দুখে, সুখে হাসি মুখে---
'তুষ্ট সদা থাকত।
ত্যাগী নিজের প্রয়োজনে,
সকল অপ-কর্ম;
সুত মনে সঙ্গোপনে,
বাঁধত বাসা ধর্ম।
এ'সব কথা আমার নহে,
হও যদি কেউ সন্দিহান;
মহাভারত খোলে দেখো,
বলে' 'কৃষ্ণ ভগবান।
----------<+>---------

0 comments:

Post a Comment