Sunday, 27 August 2017

শুভেচ্ছা

কবিতা রস বিতান (ক,র,বি,) 
শুভেচ্ছা 
ভূপেন্দ্র দাস । 
মিলনের উপযুক্ত ধারায়,
একে অপররের পরিচয়
প্রয়োজন, আলোচনার জন্য।
কুশলী ব্যক্তিদের মতো,
অকুশলী আমরাও যেন,
জীবনকে গড়ে হই ধন্য।
সে' কারণে বন্ধুভাবনায়,
আমাদেরও চলতে হবে;
তবেই আমরাও হতে পারি গণ্য।
ফোটাতে কবিতা ফুল,
কাজে ও যত্নে হলে ভুল,
আশার বাগান রয়ে যাবে শূন্য!
মনগড়া যমুনার জলে,
হঠাৎই প্লাবন এলে;
রস নিয়ে গাছ ভাবে ধন্য!
সে' কারণে, আমার মনে,
শুভ-কামনা রাত-দিনে;
শত্রু-বন্ধু, সকলের জন্য।
-----<+>-----


0 comments:

Post a Comment