Sunday, 27 August 2017

কবিতার কথা

কবিতা রস বিতান (ক,র,বি,)
কবিতারথা
--ভূপেন্দ্র দাস
 
চোখের জলেই ভাসাই, জীবনের স্বপ্নগুলি আমার!
তুমিই আদরে তারে, টেনে নাও, করো খেলা-ছল!
বিশ্বাস গাঢ় হতে বাধ্য, অবিশ্বাস করো যদি দূর।
ভোমরাকে যেরূপ বিশ্বাস করে ফোটা ফুল।
থাকেনা সে ফুলে আর, কাটে যখন জড়তা নেশার।
আকাশে উড়তে দেখি, ফুলসুখ ভুলে।
অবিশ্বাসের রাজত্বে তুমিই বিশ্বাস আমার।
তাই আশা করি, একটু সুখ যদি মিলে।
হাজার বছর ধরে, যথেষ্ট কষ্ট করে,
নিভানো হয়েছে কত জ্বলে উঠা লাভা।
সে'কারণে দেবাসুরে, আমারে আদর করে,
চিন্তা করো, আমি তোমার হতে পারি কেবা?
----------<+>----------

 

0 comments:

Post a Comment