কবিতা রস বিতান (ক,র,বি,)
মায়ের অবহেলায়
-- ভূপেন্দ্র দাস।
"মা", কথাটি খুব ছোটই, কিন্তু আমারা সবাই জানি;
মায়ার সাগর যেন মনে হয় মায়ের হৃদয়খানি।
মায়ের মায়ায় বঞ্চিত হলো একটি ছোট ছেলে!
মা দিলো সন্তানকে ভাসায়ে, নদীর জলে!
ভাগ্যটি তার মন্দই বটে, কত নিষ্ঠুর হয় নিয়তি!
জলে ভাসে, কাঁদে-হাসে, কেউ নাই তার সাথী!
নদীর সোঁতে ভাসছে শিশু, মরা-বাঁচা বিধির হাতে।
শিশুটিকে রক্ষা করে এমন কেহ নাই তো সাথে।
শেষে একদিন ভাসমান শিশু জগৎপতির হাটে,
ডুবেনি জলে করুণার ফলে, লাগল সূতের ঘাটে।
সূতের নারী সন্তান ছিলো না, তাই শিশুটি পেয়ে,
পুত্র-ভাবে পালন করে, জননীর স্নেহ দিয়ে।
সেই থেকে এর পরিচয় হলো, শূদ্রা রাধার ছেলে!
সমাজে মান পায়নি তবে অ'মান প্রচুর মেলে!
এর ফলে হয় মেজাজ কড়া, মিষ্টি কথা কয়না।
যেখানে সেখানে প্রতিবাদ করে, হিংসাকারীকে সয়না।
শক্তিতে তার সমানই হবে, একটি ছোট ছেলে,
তারই অনুজ; সুখে বাস করে তারই মায়ের কোলে।
যদিও তা'রে চিনেছে "মা" নিজেরি খোকা বলে,
কয়নি কখনো আয়রে খোকা, ওরে আমার ছেলে।
মায়ের আদর পায়নি তো, তাই ক্ষুধার আগুন জ্বলে;
আদর-সুধা, স্নেহময়ী মা'র উদাসীনতার ফলে!
বুকের ভিতর করেছে কাতর, আগুন ছাইয়ের তলে!
বুঝেও অবুঝ, বড়ভাই হয়ে ছোটর বিরোদ্ধে চলে।
----------<+>----------