Thursday, 9 February 2017

ভাষা শহিদ স্মরণে

কবিতা রস বিতান (ক,র,বি,)
ভাষা
শহিদ স্মরণে
--- ভূপেন্দ্র দাস।

একুশ এলে, পলাশ ফুলে,
ব্যথায় গাঁথি মালা।
শহিদ স্মৃতি-চারণ ভাতি,
সাজাই ভাষার ডালা।
ভাষা--শহিদ, বেদীর মূলে,
অর্পি প্রসূন হার,
বর্ণমালার স্বর্ণ ডালা,
ভাষার অলঙ্কার।
অর্পি জেঁকে, ব্যতিরেকে,
ভাষার ব্যবহার।
বাহান্নতে শহিদ হলেন,
যে ছেলে; যে মা'র!
জীবন জুড়া, কখন কারা;
খবর গ্রাহী তার।
এবার আমি, শপথ নিব,
বিপথ থেকে ঘুরে।
রতন হেন, ভাষার যতন,
করব জীবন জুড়ে।
শান্তি পাবে, ভাষার শহিদ,
মা-ও, শান্তি পাবে।
জীবন মাঝে, দীপক সাজে,
সাজবে ভাষা যবে।
----------<+>----------