Wednesday, 4 October 2017

মায়ের অবহেলায়

কবিতা রস বিতান (ক,র,বি,) 
মায়ের অবহেলায় 
-- ভূপেন্দ্র দাস

"মা", কথাটি খুব ছোটই, কিন্তু আমারা সবাই জানি; 
মায়ার সাগর যেন মনে হয় মায়ের হৃদয়খানি। 
মায়ের মায়ায় বঞ্চিত হলো একটি ছোট ছেলে! 
মা দিলো সন্তানকে ভাসায়ে, নদীর জলে! 
ভাগ্যটি তার মন্দই বটে, কত নিষ্ঠুর হয় নিয়তি! 
জলে ভাসে, কাঁদে-হাসে, কেউ নাই তার সাথী! 
নদীর সোঁতে ভাসছে শিশু, মরা-বাঁচা বিধির হাতে। 
শিশুটিকে রক্ষা করে এমন কেহ নাই তো সাথে। 
শেষে একদিন ভাসমান শিশু জগৎপতির হাটে,  
ডুবেনি জলে করুণার ফলে, লাগল সূতের ঘাটে। 
সূতের নারী সন্তান ছিলো না, তাই শিশুটি পেয়ে, 
পুত্র-ভাবে পালন করে, জননীর স্নেহ দিয়ে। 
সেই থেকে এর পরিচয় হলো, শূদ্রা রাধার ছেলে! 
সমাজে মান পায়নি তবে 'মান প্রচুর মেলে! 
এর ফলে হয় মেজাজ কড়া, মিষ্টি কথা কয়না। 
যেখানে সেখানে প্রতিবাদ করে, হিংসাকারীকে সয়না। 
শক্তিতে তার সমানই হবে, একটি ছোট ছেলে, 
তারই অনুজ; সুখে বাস করে তারই মায়ের কোলে। 
যদিও তা'রে চিনেছে "মা" নিজেরি খোকা বলে, 
কয়নি কখনো আয়রে খোকা, ওরে আমার ছেলে। 
মায়ের আদর পায়নি তো, তাই ক্ষুধার আগুন জ্বলে; 
আদর-সুধা, স্নেহময়ী মা' উদাসীনতার ফলে! 
বুকের ভিতর করেছে কাতর, আগুন ছাইয়ের তলে! 
বুঝেও অবুঝ, বড়ভাই হয়ে ছোটর বিরোদ্ধে চলে। 
----------<+>----------

মায়ের স্মৃতি ২


কবিতা রস বিতান (ক,র,বি,) 
মায়ের স্মৃতি  
-- ভূপেন্দ্র দাস। 

আদর ক্ষুধায় ভাবছি, মা যদি আকাশ হতো, 
আমি যদি হতাম চাঁপার গাছ। 
মায়ের আদরে তবে কি বঞ্চিত হতাম? চিরদিন, 
সুখে চলতো মনের কথার নাচ! 
রোদ জোছনার মতো আদরে দিন-রাত; 
কত সুখ পেতাম মনে। 
বেঁচে নেই, তাই বলছি না; মা আমার মমতাময়ী; 
কেউ নাই, তার সমান, গুণে। 
ভালোর জন্য করত শাসন, ভাসাত নিজে 
দুঃখের চোখের জলে। 
ভাগ্য বিড়ম্বনানায় হারিয়েছি সেই মা কে, 
আমার কিশোর কালে। 
মায়ের মুখটি ঝাপসা মনে পড়ে, উঠানের 
বকুল তলায় চাঁদনি রাতের মতো; 
মনের কোণে চলে আলো আঁধারের খেলা, 
ভুলতে পারি না, করত আদর কত। 
ভাগ্য কেবল দোষি নয়; আমি দুঃখ পেয়েছি, 
নিজের স্বভাব দোষে। 
দুধ খেয়েছি মায়ের কোলে, ভুলেই গেছি, 
উদাসী কালের বশে। 
সুখের আশায় কোল ছেড়ে মা', যখন আমি 
ধূলির মাঝে খেলি; 
রাগের সুরে বলত "বাঁদর" করত আদর; 
কত মধুর গালি। 
ধূলিতে কাপড় মলিন হবে, এই কথাটি ভুলে, 
নিজের কোলে নিত তোলি! 
আঁচল দিয়ে করত প্রহার; অন্তরে তার, 
ঝাড়ছে আমার গায়ের ধূলি। 
এমনই ছিলো, আমার মায়ের আদর; কত 
কড়া শাসন, লাগত তবু মিষ্টি। 
মায়ের ছবি কেবল ভাবি, কিন্তু আমার, 
ঝাপসা মনের দৃষ্টি। 
মায়ের শাসন আদর বিনে, জগৎ মাঝে, 
ভালোবাসা খোঁজে, যা কিছু পেলেম; 
তা'তে আমার মন ভরেনি, সমাজ খাতিরে, 
তবু ভিখারীর মতো ঝোলাতে নিলেম। 
ঘোলে দুধের স্বাদ মিটানোর মতো, 
মেয়েতে মায়ের রূপ দেখেছি; 
মায়ের আদর মেয়ের কাছেই পাব, 
মেয়েরে তাই "মা" ডেকেছি। 
শূন্য ' বুক পূর্ণ হবেনা কখনো ধনে, 
হই যদিও কুবেরের মতো ধনী। 
চির অভাবি, ছেলে স্বভাবি আমি, 
মায়ের শাসন, মায়ায় ঋণী। 
পারাণ খোলা গালির ভাষা, ছিলো 
মুখেই কেবল মা'র। 
আদর, শাসন অমূল্য ধন, মায়ের গালি, 
পাবনা জীবনে আর। 
----------<+>----------