Tuesday, 19 September 2017

সান্ত্বনাতে

কবিতা রস বিতান (ক,র,বি,)

সান্ত্বনাতে
-- ভূপেন্দ্র দাস।


হঠাৎ মায়ের বকুনিতে, চোখ ছেড়ে ঘুম দূরে গেলে!
জোছনা রাতে নিরালাতে, কাঁদছে বসে, একটি ছেলে!
মন খারাপের কথা বটে গুড়ুম গুড়ুম পড়ছে পিঠে।
মনের দুখে খোকাবাবু, কাঁদছে বসে খেলার মাঠে।
জিজ্ঞাসিলে কয়না কথা, চাপাকান্না কাঁদছে!
কোন কথাতে সান্ত্বনা দেই, আমার বুকে বাঁধছে।
অনেক পরে গলা ধরে বলছে, "আমার ভাই।
রাতে চোখে ঘুম আসেনা, চিন্তা করি তাই।
মায়ের সাথে আছি, কিন্তু পিতার আদর পাইনা!
সেই কারণে দুখি মনে, রাতে কিছু খাইনা।"
এই কথাতে সান্ত্বনাতে, বলছি, আরে বোকা!
নেইতো পিতা কি হয়েছ? তুই কি ছোট খোকা?
অনেক বড় হয়ে গেছিস, আরো বড় হবে।
পিতা-মাতা তোর সাথে কি, চিরকালই র'বে?
তবু বলি ভাগ্যটা তোর, অনেক অনেক ভালো।
সুখের দুখের কথাগুলি, মা'র কোলে তো ঢালো।
মা যে দিন থাকবে না তোর, জীবিত এই জগৎ মাঝে!
বুঝবে তখন আমার মতো, বুকে কত ব্যথা বাজে।
মায়ের মতো আপন কেহ, নাই জগতে, আমার মতে।
আদর, শাসন, আশিস ভাবিস, রাগ করিস না মায়ের সাথে।
-----------<+>----------- 

0 comments:

Post a Comment