Tuesday, 19 September 2017

বলদে গলদ


কবিতা রস বিতান (ক,র,বি,) 
বলদে গলদ 
-- ভূপেন্দ্র দাস।   

কোন এক পল্লীর কৃষাণি ও কৃষক, 
ডিজিটাল জমি চাষ করণের শখ।
নতুন গিরস্থালি আর চাষের জন্য, 
বাজারে কিন্তে গেল বলদ আর পণ্য। 
গৃহিণীকে দেখাল, ঘরে ফিরে আসি'; 
বলদ জোড়াটি দেখে গৃহিণী খুশি! 
আদর করেই নাকে পরালো দড়ি, 
স্বামীর সাহসে স্ত্রী খুশী হয় ভারি। 
যথাকালে জমিনে চষতে হাল
 বলদ জোড়াটি খুব হলো বেসামাল! 
এক বলদ যেতে চায় বাইরের পানে, 
নাকের দড়িটি ধরে গৃহিণী টানে। 
এইবার মালিকানা পড়ল বিপদে, 
খামোখাই গোতা মারে, দুইটা বলদে! 
খুশি মনে ভুষি খায়, দুইটা বলদ! 
কৃষাণী ও কৃষকের চাষে হয় গলদ। 
আদরের বলদ তাই বেচতে না পারে! 
ভুষি খায় খুশি মনে, বসে থাকে ঘরে। 
----------<+>----------

0 comments:

Post a Comment