কবিতা রস বিতান (ক,র,বি,)
কথা রাখো যদি
-- ভূপেন্দ্র দাস।
কোন প্রাণে বলো, চলে যাবে?
এখন এই আসন্ন সন্ধ্যাবেলা!
রাতের শুরুতেই বসে যাবে আজ,
চাঁদের চারপাশে তারাদের মেলা।
কষ্ট করে, রাতটুকু থাকো যদি;
সুখ পাব আমি। যেও সকালবেলা।
তুচ্ছ ভেবে চলে যেতে চাও? বুঝ;
থাকলে, হবে না ঘুম; সারা রাত খেলা।
পথে যেতে দেখবে তোমারে লোকে,
জাগরণে (খেলার কারণে), চোখ ফোলা।
অগোছালো পোষাকে দেখবে তোমারে,
তাই মুখটিপে হাসবে রসিকা অবলা।
সে' সুখের আশায়, দাসী ভাবে করি অনুরোধ,
রাখো; আমার কথাটা, করো কেন হেলা?
----------<+>----------
0 comments:
Post a Comment