Tuesday, 19 September 2017

অভিসার


কবিতা রস বিতান (ক,র,বি,) 
অভিসার 
-- ভূপেন্দ্র দাস। 

সন্ধ্যা কালে বন্ধু এলে,  
সারাটা রাত যদি বৃষ্টি হতো; 
সঙ্গসুখী, মধুর রসখেলা, 
শেষ করে, রাত হলে গত।   
মিষ্টিসুখের উষা কালে, 
মাঠে গেলে ভালো হতো। 
জমানো ঘাসে, শিশির হেসে
যুগলের চরণ ধোয়ে দিত। 
তোমারে দেখে, পূব-আকাশে, 
সদ্য উঠা সূর্য হেসে নিত। 
পাখিরা ডালে, ভোমরা ফুলে 
বসেই, জানাতে স্বাগত; 
আনন্দিত মনে মধুর সুরে, 
উচ্চাঙ্গ সংগীত গাইত। 
তখন, তোমার অভিসার, 
সার্থক হয়েছে মনে হতো। 
----------<+>---------

0 comments:

Post a Comment