Tuesday, 19 September 2017

বকের বিড়ম্বনা


কবিতা রস বিতান (ক,র,বি,) 
বকের বিড়ম্বনা 
-- ভূপেন্দ্র দাস। 

প্রকৃতির রূপের বর্ণনা লিখে দিতে, 
আমারে অনুরোধ করেছে লাকি। 
তা'র আশা পূর্ণ করতে, ভক্তি করি দেবী সরস্বতী
 মায়ের কৃপায়, কলমে কি লেখা আসে দেখি। 
সকালে বাগানে যাই, ইচ্ছা ফুল তুলব। 
প্রিয়ার হাতে ফুল দিলে হয় খুব সুখী। 
গন্ধযুক্ত ফুল তোলা শেষ হলো যখন, 
সাজি হাতে, তখন ঘরে ফিরে দেখি। 
আমার অপেক্ষায়, বারান্দায় বসে আছে, 
প্রকৃতির রসপান আশায়, আগ্রহিণী লাকি! 
তা'রে খুশি করতে, নিজের দায় বুঝে, শেষে 
বারান্দায় বসেই নিতে হলো ঝুঁকি। 
জিজ্ঞাসা করছি আলোচনার জন্য, তুমি... 
উড়ন্ত বক কোথায় দেখেছ? বলো শুনি। 
পাখিটি বেশ রসিক বটে, তোমার চোখের ভিতর, 
চিরকাল সুখে থাকার জন্য, বাসা বাঁধেনি? 
বলাটা বাহুল্য হবে, বক পাখি মাছ খেয়ে বাঁচে। 
পোষাক ও আচরণে সাধু মনে হয়; তবে... সে' থাক; 
যেখানে দেখবে তুমি, জলা, ঝিল নির্জন আছে; 
সেখানেই হাঁটু জলে বসে আছে সাধুবেশী বক। 
তপস্যায় রত যেন, গভীর বনে মুনিবর! 
ঘুম কাতর চোখে ঝিমুচ্ছে, তার কত সুখ। 
মাঝে মাঝে দেখা যায়, শিকারির ফাঁদে! 
প্রাণ বাঁচানোর জন্য ঝাপটায়, বক। 
----------<+>----------

0 comments:

Post a Comment