কবিতা রস বিতান (ক,র,বি,)
মৃত্যুঞ্জয়ী
-- ভূপেন্দ্র দাস।
বাস্তবতার ভিষণ জীবন যুদ্ধে, সংসারে,
স্ত্রী-ছেলে-মেয়ের সঙ্গে, জীবন সুখে চলে।
কিন্তু জীবন চিরকাল স্থায়ী নয়, তাই--
সার শূন্য, এসব, ডুবে যায় সময়ের তলে।
কেহ যদি ইচ্ছা করে, মৃত্যুকে জয় করতে পারে;
জীবন তরী সাজালে রঙধনুর সাজে।
ডুবেনা সময়ের তলে, কাজ গুণে;
চিরকাল টেকসই; লাগে সবের কাজে।
ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভাবেন যারা,
যত্ন করা উচিৎ তা'দের, এই রকম সাজে।
নিজের আগ্রহে, যত্ন করে যারা, তা'দের
অন্তরে বসন্ত চলে; বাঁশির গান বাজে।
সংসারে নিজের সৃষ্টির জন্য তা'রা,
মরেও অমর হয়; অনুপম কাজে।
পৃথিবীকে ছেড়ে যায় তাঁরা, হাসি মুখে;
অমরতা লাভ করে মানুষের মনের মাঝে।
----------<+>----------
0 comments:
Post a Comment