Tuesday, 19 September 2017

কেটে যাবে দিন

কবিতা রস বিতান (ক,র,বি,) 
কেটে যাবে দিন 
-- ভূপেন্দ্র দাস। 

প্রিয়, আমার কাছে থাকতে যদি কষ্ট মনে করো, 
যত দূরে হোক, সুখের খোঁজে যেতে পারো তুমি। 
অতীতে যে ভালোবাসা দিয়েছো আমারে, 
সেই কথার রসে কত সুখ, খোঁজে নেব আমি। 
শূন্য এ' জীবনে, আর চঞ্চলতা কেন, বৃথা চেষ্টা, 
নির্জনে বসে আকাশের তারা গুণে সময় কাটাব। 
তুমি কষ্ট পাও যদি, কষ্ট হবে জেনে, নিশ্চই; 
তোমার সুখের খবর পেয়ে আমি সুখ পাব। 
ভেব না মোটেও কি করে জীবন কাটবে আমার? 
জগৎ স্বামিকে বিশ্বাস করি, পাড়ের ব্যপারী; 
যে কোনও উপায়ে সকলেরে করছেন পাড়। 
পাড়ের ঘাটে ডাকা সার, তাঁরে ভক্তি করি। 
অপাড় হয়ে, ভবে, রবে না কেহই, ঘাটে; 
সকলেই যাবে একদিন, তবে চিন্তা কি আমার? 
বিশ্বাস করি, নিদানের হরি; ঘাটে বসে আছে, 
আমারেও তিনি নিশ্চই করে নেবেন পাড়। 
----------<+>----------

0 comments:

Post a Comment