কবিতা রস বিতান (ক,র,বি,)
মান ভক্ত
-- ভূপেন্দ্র দাস।
মানের বাজার দেখে মুখে পায় হাসি!
কমদামে কেনা যায়, খরিদ্দারও বেশী।
কমদামে পায়, তাই বেশী কিনে মান।
বোঝা খুব ভারী, তাই ধীরে ধীরে যান।
মানের ভারি বোঝার কুলি হয় যারা,
ঘার ঘুরে পড়শিরে দেখেইনা তারা।
দেখা যায় মেকী যত মানের বাজার;
গেলে, মান ঠেলে দেয়, ঝোলা করে ভার!
মনের সুখে মানকচু ইচ্ছা হলে খাবে।
মানকচুর গুণ কত, শেষে বুঝা যাবে।
মানকচুর গুণ যদি বুঝ চুলকানি!
উদাসীন তেঁতুলকে গোলে খাও পানি।
মানকচুর গুণ খুব, হজম করা শক্ত!
বদহজমের স্বপ্ন দেখে মানকচুর ভক্ত।
----------<+>----------
0 comments:
Post a Comment