কবিতা রস বিতান (ক,র,বি,)
কলঙ্কিত ইতিহাস
-- ভূপেন্দ্র দাস।
স্বাধীন, "সোনার বাংলাদেশ"
স্বপ্ন দেখেছিল;
বঙ্গবন্ধু "শেখ মুজিবুর রহমান"।
ঘুমে নয়; জাগ্রত জনতার চোখে।
সহ্য করতে পারেনি সে' সুখ।
তাই, ইয়াহিয়ার দুধে-কলায়
পালিত সাপেরা,
মরণ কামড় দিল মুজিবের বুকে।
১৯৭৫ সালের ১৫ আগষ্টের প্রথম প্রহরে,
ঢাকা ধানমন্ডির ৩২ নম্বরে,
কলঙ্কিত ইতিহাস
সৃষ্টি হলো রক্তের স্রোতে!
পলাশির আমবাগানে ঘটে যে ঘটনা,
১৭৫৭ সালের ২৩ জুন। এর নেপথ্য নায়ক,
সেই বিশ্বাস ঘাতকরাও
লজ্জা পেল তা'তে।
----------<+>----------