কবিতা রস বিতান (ক,র,বি,)
যাতনায় যাচি
--- ভূপেন্দ্র দাস।
গর্ব খর্ব পরিতাপে!
অসার সংসারে;
নিয়ত কাঙাল তুমি,
বাহিরে-ভিতরে!
নিয়ত ভিখারি ভাব,
দ্বারে জেগে থাকে।
কেন? হেন গোপ্য,
তুমি করেছ নিজেকে!
প্রচ্ছদ কবচে সদা,
রাখো নিজ ঢাকি;
সত্য গোপন কেন?
কা'কে দিতে ফাঁকি!
মনের চেহারা মুখে',
রক্ত মাখা ছবি!
কী লুকালে হিয়া কূলে;
আমি তা'ই ভাবি!
একদা নিশীতে হেরি,
বাতায়ন পথে;
আধারে স্থাপিত শির,
নীরবে কাঁদিতে!
কেনো কাঁদ? বলো শুনি,
কী যাতনা শোক?
চেয়েছ কী? নাহি পাও!
শূন্য বোধ বুক!
বুঝি না'ই, যাচি তাই;
হেন কোন ধন?
কদাপি কাহারো হয়,
একান্ত আপন।
----------<+>-----------
অসার সংসারে;
নিয়ত কাঙাল তুমি,
বাহিরে-ভিতরে!
নিয়ত ভিখারি ভাব,
দ্বারে জেগে থাকে।
কেন? হেন গোপ্য,
তুমি করেছ নিজেকে!
প্রচ্ছদ কবচে সদা,
রাখো নিজ ঢাকি;
সত্য গোপন কেন?
কা'কে দিতে ফাঁকি!
মনের চেহারা মুখে',
রক্ত মাখা ছবি!
কী লুকালে হিয়া কূলে;
আমি তা'ই ভাবি!
একদা নিশীতে হেরি,
বাতায়ন পথে;
আধারে স্থাপিত শির,
নীরবে কাঁদিতে!
কেনো কাঁদ? বলো শুনি,
কী যাতনা শোক?
চেয়েছ কী? নাহি পাও!
শূন্য বোধ বুক!
বুঝি না'ই, যাচি তাই;
হেন কোন ধন?
কদাপি কাহারো হয়,
একান্ত আপন।
----------<+>-----------